বেআইনিভাবে বাড়িতে মজুত করা কাটা গাছ বাজেয়াপ্ত করল বনদপ্তর ও বন সুরক্ষা কমিটি

author-image
Harmeet
New Update
বেআইনিভাবে বাড়িতে মজুত করা কাটা গাছ বাজেয়াপ্ত করল বনদপ্তর ও বন সুরক্ষা কমিটি



দিগ্বিজয় মাহালী: বেআইনিভাবে ভাবে জঙ্গল থেকে গাছ কেটে মজুত করেছিল গ্রামবাসীদের একাংশ। আর সেই গাছ বাজেয়াপ্ত করল বন সুরক্ষা কমিটি ও বনদপ্তর। বুধবার ঘটনাটি ঘটে মেদিনীপুর সদর ব্লকের শির্ষী এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় বহু পরিবার বেআইনিভাবে জঙ্গল থেকে শাল গাছ কেটে বাড়িতে মজুত করেছিল। এর আগেও একাধিকবার বনদপ্তর ও বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল গাছ না কাটার জন্য। তাতেও কর্ণপাত করেনি গ্রামবাসীদের একাংশ। ফলে বুধবার দুপুর থেকে বনদপ্তরের সাহায্য নিয়ে বন সুরক্ষা কমিটির সদস্যরা প্রত্যেকের বাড়িতে অভিযান চালিয়ে দুই ট্রাক্টর শাল গাছ বাজেয়াপ্ত করে। পরে বনকর্মীরা ওই গাছগুলি চাঁদড়া রেঞ্জ অফিসে নিয়ে আসেন। বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জঙ্গল থেকে ছোট ছোট বহু শাল গাছ কেটে নিচ্ছিল গ্রামবাসীরা। বন সুরক্ষা কমিটিকে নজরদারি চালাতেও বলা হয়। কিন্তু তাতেও গাছ কাটা খুব একটা কমেনি। গ্রামের একাংশই গাছ কেটে বাড়িতে মজুত করেছিল বলে জানতে পারে বন সুরক্ষা কমিটি। এরপরেই বনদপ্তর ও বন সুরক্ষা কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেয় প্রত্যেকের বাড়িতে গিয়ে কাটা গাছগুলি বাজেয়াপ্ত করা হবে। সেইমত এদিন দুপুর থেকে বিভিন্ন গ্রামবাসীর বাড়িতে অভিযান চালিয়ে দুই ট্রাক্টর শাল গাছ বাজেয়াপ্ত হয়েছে।