দিল্লির ভালোর জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল

author-image
Harmeet
New Update
দিল্লির ভালোর জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইলেন কেজরিওয়াল

নিজস্ব সংবাদদাতা : দিল্লি এমসিডি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ছাড়িয়েছে আপ। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। জয়ের খুব কাছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ফল স্পষ্ট হতেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

 

কেজরিওয়াল বলেন, ''আমি এই জয়ের জন্য দিল্লির জনগণকে অভিনন্দন জানাই এবং পরিবর্তন আনার জন্য তাদের ধন্যবাদ জানাই।আমি এখন দিল্লির জন্য বিজেপি ও কংগ্রেসের সহযোগিতা চাই। আমি কেন্দ্রের কাছে আবেদন জানাই এবং দিল্লিকে আরও ভাল করার জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই। আমাদের এমসিডিকে দুর্নীতিমুক্ত করতে হবে। আজ দিল্লির মানুষ গোটা জাতিকে একটা বার্তা দিয়েছে।''



মণীশ সিসোদিয়া বলেন, ''আপ ১৩২টি আসনে জয়ী; বিজেপির দখলে ১০৪টি আসন। গণনা চলছে। আপ-কে ভোট দেওয়ার জন্য আমরা দিল্লির জনগণকে ধন্যবাদ জানাই। এটি কেবল একটি জয় নয়, দিল্লিকে পরিষ্কার এবং আরও ভাল করার জন্য একটি বড় দায়িত্ব।''