নিজস্ব সংবাদদাতা : ডিজিসিএর একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে ফ্লাইবিগ এয়ারলাইন্সের বিমান ভিটি-টিএমসি পাটনা বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ।ট্রানজিট পরিদর্শনের সময় ধরা পড়ে লিক করছে জ্বালানি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটি সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং বিমানটি পাটনা বিমানবন্দরে নামানো হয়।
সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ) ফ্লাইবিগ এয়ারলাইন্সের বিমানটিকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ডিজিসিএর ছাড়পত্র মিললে তবেই বিমানটি আবার ওড়ার অনুমতি পাবে।