পাচারকারীদের হাত থেকে উদ্ধারীকৃত ক্যাঙ্গারুর মৃত্যুতে শোকপ্রকাশ বনমন্ত্রীর

author-image
Harmeet
New Update
পাচারকারীদের হাত থেকে উদ্ধারীকৃত ক্যাঙ্গারুর মৃত্যুতে শোকপ্রকাশ বনমন্ত্রীর



নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের বন্যপ্রাণী পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু অ্যালেক্সের প্রাণ কাড়লো খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। পাচারকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার পর শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কই ছিল অ্যালেক্সের ঠিকানা।একই সময়ে উদ্ধারীকৃত ও সেখানে আশ্রয় দেওয়া আরেক ক্যাঙ্গারু জেভিয়ারও খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত এবং বর্তমানে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গেছে, সাফারি পার্ক চত্বরে জন্মানো বুনো মাশরুম খাওয়ার পর থেকে অ্যালেক্স গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় তার। অ্যালেক্সের মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম করা হবে বলে জানা গেছে।অ্যালেক্সের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে অ্যালেক্সের মৃত্যু নিশ্চিত করার জন্য বিস্তারিত তদন্ত করা হবে।বেঙ্গল সাফারি পার্কের আধিকারিকদের কোনও গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে যোগ করেছেন তিনি।



প্রসঙ্গত,এই বছরের এপ্রিলে, শিলিগুড়ি-সংলগ্ন বেলাকোবা-বৈকুণ্ঠপুর বন বিভাগের বন্যপ্রাণী পাচারকারীদের খপ্পর থেকে তিনটি ক্যাঙ্গারু উদ্ধার করা হয়েছিল এবং তাদের তিনটিকেই বেঙ্গল সাফারি পার্কে আশ্রয় দেওয়া হয়েছিল।তবে তিন ক্যাঙ্গারুর মধ্যে একটি মারা যায় কয়েকদিন পর। বাকি দুইজন বেঁচে যায় এবং বন কর্মকর্তারা তাদের নাম দেন অ্যালেক্স এবং জেভিয়ার।