সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকার ফলে নাজেহাল শিলিগুড়ি শহরের বাসিন্দারা। এক দিকে তীব্র গরমের দাপট, অন্যদিকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ না-থাকায় একরাশ ক্ষোভ বিদ্যুৎ বন্টন কোম্পানির বিরুদ্ধে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী পূজোর আগে মেরামতির কাজ হচ্ছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। স্বাভাবিক ভাবেই সকাল থেকে বিকেল পর্যন্ত টানা বিদ্যুৎ থাকছে না শহরে। এই বিদ্যুৎ না থাকার ফলে ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস করতে অসুবিধে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ না থাকার জন্য প্রবীণ নাগরিকরাও নাজেহাল। পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান রঞ্জন সরকার বলেন, "গোটা বিষয় নিয়ে বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলা হবে।"