নিজস্ব সংবাদদাতাঃ ভারত ধারাবাহিকভাবে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইউক্রেন ও রাশিয়াকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইউক্রেন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কাম্বোজ বলেন, 'ভারত ধারাবাহিকভাবে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। ভারত উভয় পক্ষকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে এবং সংঘাতের অবসানে সমস্ত কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করেছে।' তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, নিরীহ মানুষের জীবন মূল্যে কোনো সমাধান সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রপতিদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং ভারতের অবস্থানপুনর্ব্যক্ত করেছেন। ডি-এসকেলাইজেশনের লক্ষ্যে ভারত এই জাতীয় সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।"