নিজস্ব সংবাদদাতাঃ নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং বিদেশি গুপ্তচর সন্দেহে ইরানে অন্তত ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ডস। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি ও নেদারল্যান্ডসে বসবাসরত প্রতিবিপ্লবী এজেন্টদের নির্দেশনায় এই নেটওয়ার্কের সদস্যরা যুদ্ধের অস্ত্র কেনার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছে। তারা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে।