যুক্তরাষ্ট্রে নিউজ কনটেন্ট সরিয়ে ফেলার হুমকি দিলো মেটা

author-image
Harmeet
New Update
যুক্তরাষ্ট্রে নিউজ কনটেন্ট সরিয়ে ফেলার হুমকি দিলো মেটা

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক থেকে নিউজ কনটেন্ট সরিয়ে ফেলার হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটির মালিক কোম্পানি মেটা। নতুন একটি আইনের বিরোধিতা করে তারা এই হুমকি দিলো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আইন অনুসারে, ফেসবুকে শেয়ার করা নিউজ কনটেন্টের জন্য ফি নির্ধারণে মিডিয়া সংস্থাগুলো অনেক বেশি ক্ষমতা পাবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আইনটির নাম ‘জার্নালিজম কম্পিটিশন অ্যান্ড প্রিজারভেশন অ্যাক্ট (জেসিপিএ)’। মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার কংগ্রেসে আইনটি প্রস্তাব করেছেন। এতে সর্বদলীয় সমর্থন রয়েছে। আইনটি পাস হলে প্রকাশক ও সম্প্রচারকারীরা সোশাল মিডিয়ায় তাদের নিউজ কনটেন্ট শেয়ার থেকে অর্জিত আয়ের অংশ নিয়ে দরকষাকষির ক্ষমতা পাবে। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, কংগ্রেস যদি জাতীয় নিরাপত্তা আইন হিসেবে দুর্বলভাবে বিবেচিত সাংবাদিকতা বিলটি পাস করে তাহলে আমাদের সব প্ল্যাটফর্ম থেকে নিউজ অপসারণের বিষয়টি ভাবতে বাধ্য হবো।