নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। হ্যাকারদের আরও আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। হামলার ফলে নিজেদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারে গ্রাহকদের সমস্যা হতে পারে বলে জানিয়েছে ভিটিবি কর্তৃপক্ষ। দৃশ্যত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে।