নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সীমান্তবর্তী একটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি তেলের গুদামে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। সোমবার রাশিয়ার দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় মঙ্গলবার ভোরে রুশ তেলের গুদামে এই ড্রোন হামলার খবর এলো। রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারভয়েট জানিয়েছেন, হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কুরস্ক শহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।