জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো পোল্যান্ডসহ তিন দেশ

author-image
Harmeet
New Update
জি সেভেনের পদক্ষেপকে স্বাগত জানালো পোল্যান্ডসহ তিন দেশ

নিজস্ব সংবাদদাতাঃ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ কর্তৃক রুশ তেলের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড। সোমবার এক যৌথ ঘোষণায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা। এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রীদের যৌথ ঘোষণায় বলা হয়েছে, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতে রুশ তেলের দাম ৬০ ডলারে বেঁধে দেওয়া হয়েছে। যৌথ ঘোষণায় বলা হয়, আমরা তেল বিক্রি থেকে রাশিয়ার মুনাফা পুরোপুরি বন্ধ করতে আরও কাজ করে যাবো। মূল্যসীমা বেঁধে দেওয়া ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ার একটি অংশ মাত্র। রাশিয়ার যুদ্ধে অর্থায়নের ক্ষমতা আটকে দিয়ে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।