চীনের পাঁচটি অচল বিমান বিক্রি করবে নেপাল

author-image
Harmeet
New Update
চীনের পাঁচটি অচল বিমান বিক্রি করবে নেপাল

নিজস্ব সংবাদদাতাঃ  নেপালের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন (এনএসি) তিন বছরের জন্য দেশের বিমানবন্দরে অবতরণ করা পাঁচটি চীনা বিমান বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছে। তিনটি ১৭-আসন বিশিষ্ট ওয়াই ১২ই এবং দুটি ৫৬-আসন বিশিষ্ট এমএ ৬০ বিমান বিক্রি করার জন্য, জাতীয় পতাকাবাহী রণতরী বিমানের মূল্যায়নের জন্য দরপত্র আহ্বান করেছে। এনএসি-র মুখপাত্র অর্চনা খাদকা বলেন, "সম্পূর্ণ মূল্যায়নের পর এসব বিমানের দাম নির্ধারণ করা হবে। এরপর বৈশ্বিক দরপত্র আহ্বান করে এসব বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করা হবে। আমরা প্রাথমিকভাবে এটি ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছি। যেহেতু কেউ আগ্রহ দেখায়নি, তাই আমরা এই গ্রাউন্ডেড বিমানগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।"