নিজস্ব সংবাদদাতা: ৩৩ সপ্তাহের গর্ভস্থ ভ্রুণকে নষ্ট করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। কার্যত নজিরবিহীন ঘটনা। সূত্রের খবর, মায়ের পেটের মধ্যে থাকা ভ্রুণটিতে কিছুটা বিকৃতি ছিল। তার জেরেই গর্ভস্থ ভ্রুণটিকে নষ্ট করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে গোটা সিদ্ধান্তটাই নিতে হবে মাকে।