New Update
নিজস্ব সংবাদদাতা : লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরজেডি প্রধানের অস্ত্রোপচার করা হয়। প্রবীণ নেতাকে কিডনি দান করেছেন তারই কন্যা রোহিণী আচার্য। বাবার পাশে যেভাবে দাঁড়িয়েছেন তিনি তাতে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। রোহিণীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও।
রোহিণী আচার্যের একটি ছবি শেয়ার করে নেট মাধ্যমে তিনি লিখেছেন,"বেটি হো তো রোহিণী আচার্য যাইসি (মেয়ে হলে আপনার মতো হওয়া উচিত) আপনার জন্য গর্বিত। আপনি আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবেন।" ছবিতে দেখা যাচ্ছে রোহিণী আচার্য তার একটি কিডনি দান করার পর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার বড় বোন মিসা ভারতীকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লালু পুত্র তেজস্বী জানিয়েছেন,তার বাবা এবং বোন দুজনেই সুস্থ রয়েছেন।
latestnews
Rohini Acharya
bengalinews
breakingnews
kidney transplant
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
Lalu Yadav
Singapore
Misa Bharti
Mount Elizabeth Hospital
Union minister Giriraj Singh
anmnews
news
bengal
india
Tejashwi Yadav