নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আরেকটি ঢেউয়ের প্রেক্ষাপটে পাওয়ার গ্রিড স্থিতিশীল করার জন্য ইউক্রেন জুড়ে 'সর্বোচ্চ প্রচেষ্টা' অব্যাহত রয়েছে। জেলেনস্কি তার প্রতিদিনের বার্তায় বলেন, "ইউক্রেন, ওডেসা, জাপোরিঝজিয়া এবং খারকিভের কেন্দ্রীয় অঞ্চলে মেরামতের কাজ চলছে। পাওয়ার গ্রিড স্থিতিশীল করার জন্য জাকারপট্টিয়া থেকে কিয়েভ অঞ্চল, কিরোভোহরাদ থেকে সুমি ও খারকিভ অঞ্চল পর্যন্ত শাটডাউন করা হয়েছে। জেলেনস্কি বলেন, "কিয়েভ ও ওডেসাসহ বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।"