নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি বাস চাপা পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রিসারালদা প্রদেশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন। ভারী বর্ষণের কারণে রাজধানী বোগোটা থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) দূরের রিসারালদা প্রদেশের পুয়েবলো রিকো এবং সান্তা সিসিলিয়া গ্রামের মাঝে ভয়াবহ ভূমিধসে যাত্রীবাহী ওই বাসটি চাপা পড়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, আমি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি যে, রিসারালদার পুয়েবলো রিকো ট্র্যাজেডিতে এখন পর্যন্ত তিন শিশুসহ ২৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি। দেশটির সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পুয়েবলো রিকোর মেয়র লিওনার্দো ফ্যাবিও সিয়াগামা বলেছেন, ভূমিধসে বাস চাপা পড়ে যারা মারা গেছেন, তাদের দেহ শহরের একটি স্টেডিয়ামে আনা হচ্ছে।