New Update
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ ভর সন্ধ্যায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা এলাকায়। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বছর পঁয়ত্রিশের এক মহিলা বাস থেকে নেমে হেঁটে বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির থেকে বাঁচতে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। অভিযুক্ত পালিয়ে গেলেও তাকে চিনে ফেলেন ওই মহিলা। পরে অভিযুক্তের বিরুদ্ধে গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলার পরিবার। অভিযুক্ত ব্যক্তির খোঁজে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে কাজ শেষ করে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। বাস থেকে নেমে হেঁটে বাড়ি যাওয়ার পথে একটি নির্জন জায়গায় এক ব্যক্তি তাকে টেনে হিচড়ে পাশের ঝোপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলার চোখে মুখে বালি ছিটিয়ে দেওয়া হয়, যাতে অভিযুক্তকে চিনতে না পারে। ওই মহিলা চিৎকার করলে পাশাপাশি গ্রামের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করলেও ওই ব্যক্তি পালিয়ে যান। মহিলার প্রাথমিক চিকিৎসা করা হয় স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে। মহিলার পরিবার জানিয়েছে, এখনও চোখে আঘাত রয়েছে এবং তার কাছে থাকা বেতনের ৫০০০ টাকা ছিনতাই করে নিয়েছে ওই ব্যক্তি। শ্লীলতাহানির অভিযোগে গুড়গুড়িপাল থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা ও তার পরিবার। পুলিশ অভিযুক্তের খোঁজে তার বাড়িতে গেলেও খোঁজ মেলেনি। বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছে অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ।
Gurguripal
trending news
accused
medinipur
physical harassment
police station
women
bengali news
gurguripal police station
west bengal
latest news
Daily News
fir