নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) জানিয়েছে, দেশজুড়ে জান্তাদের অবস্থানে হামলা চালিয়ে তিন দিনে ৭৩ সেনাকে হত্যা করেছে। জানা গিয়েছে, কায়াহ রাজ্যের দোমোসো এলাকায় হামলায় কমপক্ষে ২০ জান্তা সেনা নিহত হন। চার জনকে বন্দি করা হয়েছে। সেখানে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠগুলোর সঙ্গে সেনাদের ভারী সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় সেনারা। ম্যাগওয়েতে পিডিএফের সদস্যদের সঙ্গে লড়াইয়ে আরও ৩০ সেনা নিহত হন। আহত হন আরও কয়েকজন।