নিজস্ব সংবাদদাতাঃ হলুদ জার্সি, নীল শর্টস। সেই চেনা সাম্বা। এই ব্রাজিলকেই তো ভালোবাসেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। এই ব্রাজিলের খেলা দেখতেই নির্ঘুম রাত কাটে টেলিভিশন সেটের সামনে। বলা হয়, ফুটবল ব্রাজিলিয়ানদের কাছে শুধু খেলা নয়, ধর্মও। বেঁচে থাকার অবলম্বন। রিওর বস্তির যে মানুষটা না খেয়ে থাকেন তিনিও যন্ত্রণা ভুলতে আঁকড়ে ধরেন ফুটবলকে। সোমবার রাতে এমনই দিন এনে দিলেন নেইমার, জেসুস, রিচার্লিসনরা।
মরুর বুকে মাঠের সবুজ ঘাসে আলপনা এঁকে দিলেন তারা। যার সাক্ষী হয়ে থাকলো স্টেডিয়াম ৯৭৪ এর অর্ধ লাখেরও বেশি দর্শকসহ বিশ্বে কোটি কোটি মানুষ। এদিন সেলেসাওদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। একটি করে গোল করেছেন, নেইমার, ভিনিসিয়ুস, রিচার্লিসন ও পাকেতা। যে জয় উৎসর্গ করা হয়েছে ফুটবল সম্রাট পেলেকে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এদিন যেন গোল উৎসবে নেমেছিল ব্রাজিল।