নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সোমবার রাশিয়ার ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আটক করা হয়েছে। এক বিবৃতিতে বিমান বাহিনী জানিয়েছে, 'গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ব্যাপক হামলা প্রতিহত করা হয়েছে।' প্রাথমিক তথ্য অনুযায়ী, কাস্পিয়ান সাগর এবং রোস্তভ অঞ্চলের ভলগোডনস্ক থেকে আটটি কৌশলগত ক্ষেপণাস্ত্র টিইউ-৯৫এম (বোমারু বিমান) থেকে ৩৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র (কে-১০১/কেএইচ-৫৫৫) উৎক্ষেপণ করা হয়েছে। জানা গিয়েছে, "শত্রুরা কৃষ্ণ সাগরের নৌবহর জাহাজ থেকে ২২ টি 'কালিবর' ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে।"