নিজস্ব সংবাদদাতাঃ অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করা নিয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর ভাষায় সতর্ক করে রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নেতানিয়াহু ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় বসলে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থপনার বিষয়ে বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্লিঙ্কেন বলেন, "মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে কাজ করবে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন যে কোনও কাজের দ্ব্যর্থহীনভাবে বিরোধিতা করবো। যার মধ্যে রয়েছে সম্প্রসারণ, পশ্চিম তীরের সংযুক্তির দিকে অগ্রসর হওয়া ও সহিংসতা।"