হরি ঘোষ, জামুরিয়াঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে জামুড়িয়া ব্লক-১ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শ্রীপুর মোড়ে এক অবস্থান-বিক্ষোভ করা হল। উপস্থিত ছিলেন জেলা ছাত্র সহ-সভাপতি রাহুল মুখার্জি, স্থানীয় কাউন্সিলর রাজু গোস্বামী, ছাত্রনেতা দীপায়ন গোস্বামী, বৈদ্যনাথ রুইদাস গোবর্ধন রুইদাস, সুজয় চক্রবর্তী, রাহুল মন্ডল, আসানসোল উত্তর ছাত্র সভাপতি শিলাদিত্য রায়।
এই প্রসঙ্গে জামুরিয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পিন্টু কুমার দত্ত বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে আমরা ছাত্র সমাজ তীব্র ধিক্কার জানাই। আগামী ২০২৩-এ ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের স্থাপন হবে।'