নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি গান্ধীনগরের রায়সান প্রাথমিক বিদ্যালয়ে গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট দিয়েছেন।সোমবার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটারদের উপস্থিতির হার ছিল ৪.৭৫ শতাংশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত গান্ধীনগরে ভোটারদের উপস্থিতির হার ছিল সর্বোচ্চ ৭.০৫ শতাংশ। মহেসানায় ভোট দানের হার ৫.৪৪ শতংশ। আহমেদাবাদে ভোট পড়েছে ৪.২০ শতাংশ। রানিপের নিশান পাবলিক স্কুলে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, একই ভোটকেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রীর দাদা সোমাভাই মোদী। ভোট দিয়ে তিনি বলেন, ''২০১৪ সালের পরে কেন্দ্র যে ধরনের কাজ করেছে, মানুষ তা উপেক্ষা করতে পারে না। আমি তাকে (প্রধানমন্ত্রী মোদী) বলেছি যে তিনি দেশের জন্য অনেক কাজ করেন, তারও কিছুটা বিশ্রাম নেওয়া উচিত।''