নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসানে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত ৭ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের প্রাথমিক অনুমান পানীয় জলের কারণে এই ঘটনা ঘটছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওই সব এলাকায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ক্যাম্প করবেন।