কাশ্মীরে পাকিস্তানের নতুন সেনাপ্রধান

author-image
Harmeet
New Update
কাশ্মীরে পাকিস্তানের নতুন সেনাপ্রধান

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীর সফরে গেছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণের কয়েক দিনের মধ্যেই কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে সফরে গেলেন তিনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক বিবৃতিতে জেনারেল মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সফরে কাশ্মীরকে পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্তকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, 'আক্রান্ত হলে দেশরক্ষায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।' তার ভাষায়, ‘আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চির সুরক্ষা শুধু নয়, বরং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে শত্রুকে কঠোর জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত।’ দিল্লি কখনও পাকিস্তানে তার ‘ঘৃণ্য পরিকল্পনা’ বাস্তবায়ন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।