কোমরে দড়ি বেঁধে গ্রামবাসীদের উদ্ধার এনডিআরএফ-এর

author-image
Harmeet
New Update
কোমরে দড়ি বেঁধে গ্রামবাসীদের উদ্ধার এনডিআরএফ-এর



নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে রাতভর বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া।জোয়ার আসার কারণে বিদ্যাধরী নদীতে জলস্তর বাড়ায় গ্রামে জল ঢুকে যায়। ভেঙে যায় নদী বাঁধ। বাড়ির ছাদে আশ্রয় নেন গ্রামবাসীরা। কোমরে দড়ি বেঁধে তাদের উদ্ধার করে এনডিআরএফের সদস্যরা। রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় সন্দেশখালির সঙ্গে সরবেড়িয়ার যোগাযোগ বিচ্ছিন্ন।
এর পাশাপাশি, ধামাখালির কলাগাছি নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় আশপাশের গ্রামে জল ঢুকতে শুরু করে। ন্যাজাট-সহ বিভিন্ন জায়গায় দুর্বল নদী বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সাইক্লোন রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে।



আরও খবরঃ http://anmnews.in/?p=214665 / http://anmnews.in/?p=214659
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm