ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে চার জনের ফাঁসি

author-image
Harmeet
New Update
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে চার জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে চার জনকে ফাঁসি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরও তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার আদালতের রায়ের পর রবিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন হোসেইন ওরদোখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মানুচেহর শাহবন্দি বোজান্দি। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য এই অপরাধীদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পরিশোধ করা হয়েছে। তাদের বিভিন্ন প্রমাণাদি ধ্বংস করা, নিরাপত্তা ক্যামেরা এড়ানো এবং কৌশলে যানবাহন অদলবদলের মতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের সময় তারা অস্ত্রশস্ত্রও সংগ্রহ করে।