নিজস্ব সংবাদদাতাঃ ইরানে সোমবার থেকে তিন দিনের ধর্মঘট কর্মসূচি পালনে ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনি হত্যার ঘটনায় সরকারের ওপর চাপ প্রয়োগ জারি রাখতে এই কর্মসূচি পালন করবে তারা। ধর্মঘটের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশ্য ভাষণ দেওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, শিক্ষার্থী দিবস উপলক্ষে বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইরানি প্রেসিডেন্টের। এই দিবসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরাও ব্যবসায়ীদের ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন। তারা তেহরানের আজাদি স্কোয়ার অভিমূখে মিছিলের ডাকও দিয়েছেন।