নিজস্ব সংবাদদাতাঃ রুশ আগ্রাসনের ফলে উদ্ভূত ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে ইউক্রেনে ব্যাপক ভিত্তিক পুনর্গঠন কার্যক্রম প্রয়োজন। এই পুনর্গঠন কার্যক্রমে খরচ হবে আনুমানিক এক ট্রিলিয়ন ডলার। জানা গিয়েছে, ইউক্রেনের যেসব নাগরিক তাদের বাড়িঘর হারিয়েছেন তাদের জন্য এখন অন্যত্র আশ্রয় খুঁজে বের করতে হবে। কেননা, দেশটির তাপমাত্রা ইতিমধ্যেই হিমাঙ্কের নিচে পৌঁছেছে। কিয়েভ বলছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার মধ্যেই রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এক কোটিরও বেশি মানুষ।