নিজস্ব সংবাদদাতাঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে এই যুদ্ধকে তিনি ‘বর্বরতার’ একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘পুতিন এই যুদ্ধটিকে ইউক্রেনের প্রতিটি নাগরিকের বাড়িতে নিয়ে গেছেন। তিনি আলো ও জল বন্ধ করার চেষ্টা করছেন। যুদ্ধক্ষেত্রে যা করতে পারেননি সেটি অর্জনের চেষ্টা করছেন।’