নিজস্ব সংবাদদাতাঃ রবিবার দুপুরে ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে দেড় কিলোমিটার পর্যন্ত উপরে উঠছে ছাই। এরপরই জাভা দ্বীপের পাশে থাকা দুটি গ্রামের বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দূরে সরে গেছেন। ইন্দোনেশিয়ার ভলক্যানো ডিজাস্টার মিটিগেশন এবং সেন্টার ফর ভলক্যানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশনের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জাভা দ্বীপের কাছে অবস্থিত সুপিত ইউরাঙ্গ গ্রাম ও সুমবার উলহুয়া গ্রামের বাসিন্দাদের কম করে ১৩ কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।