নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাস বদলাতে পারলেন না রবার্ট লেওয়ানডোস্কিরা। আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের জয়ের রথ এগিয়ে নিয়ে গেল। পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে জায়গা পাকা করল ফ্রান্স। ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। একটি গোল করেছেন ওলিভিয়ার জিরুড।