New Update
হরি ঘোষ, দুর্গাপুর : এবার কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC -র গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। অস্বস্তিতে জেলা কংগ্রেস নেতৃত্ব। শনিবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। তারপর রবিবার ফের দুর্গাপুরের ইস্পাত নগরীর হোস্টেল এভিনিউতে INTUCর অ্যালোয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়, যাকে ঘিরেই শুরু হলো গোষ্ঠী কোন্দল। এস পি ঠিকা মজদুর কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, অনুমতি ছাড়াই অবৈধভাবে সভা করছে অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়ান।
অন্যদিকে, অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বের দাবি, অন্যান্য বছরের মতো তারা এ বছরও এই বাৎসরিক সভার আয়োজন করেছেন। অ্যালয় স্টিল ওয়ার্কাস ইউনিয়নের সভা চলাকালীন সভাস্থলের বাইরে অবৈধ সভা বলে স্লোগান শুরু করে এসপি ঠিকা মজদুর কংগ্রেসের নেতৃত্ব। বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।
TRENDINGNEWSTODAY
breakingnews
congress
bengal
Durgapur
india
importantnews
INTUC
Banglanews
BengaliNewsLive
bengalinews
anmnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
latestnews
news