New Update
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হল। মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রোজিনা বিবির অভিযোগ, ওয়ার্ডে ডাস্টবিন করার জায়গা না থাকায় তার জায়গার উপরেই একপ্রকার জোর করে আবর্জনা ফেলার কাজ চলছিল। সাত নম্বর ওয়ার্ডেরও আবর্জনা তার বাড়ির সামনে নিজের জায়গায় ফেলা হচ্ছিল দীর্ঘদিন ধরে। তিনি দু'নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর কাছে অভিযোগ জানালে, আবর্জনা ফেলার জায়গাটি বন্ধ করে দেয় দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তারপরেই তার ছেলের উপর ইঁট দিয়ে আঘাত করে পাশের ওয়ার্ডের জেরিনা বিবি, এমনই অভিযোগ রোজিনার।
অবশ্য জেরিনা বিবি জানান, পৌরসভার ভ্যাট দীর্ঘ ১০-১৫ দিন না আসার কারণেই আবর্জনা জমে যায়। তাই পুরসভা কোন কাজ করছে না, বাধ্য হয়ে একপ্রকার ওই জায়গায় কাউন্সিলর তাদেরকেই আবর্জনা ফেলার নির্দেশ দেয়। অবশ্য কাউন্সিলর বিষয়টি নিয়ে জানান, তিনি চেয়ারম্যানকে জানিয়েছেন যাতে সমস্যার সমাধান করা যায়। রবিবার সকালে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। শেষে সামাল দিতে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। পরবর্তীতে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত হয়ে এই বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন।
TRENDINGNEWSTODAY
breakingnews
rojinabibi
bengal
india
importantnews
westmidnapur
garbage
Banglanews
BengaliNewsLive
bengalinews
anmnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
latestnews
news