ধুলোয় ঢাকছে এলাকা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

author-image
Harmeet
New Update
ধুলোয় ঢাকছে এলাকা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : সকালের চিত্রটা দেখলে মনে হতেই পারে যে কুয়াশায় ঢেকেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। কিন্তু না, লোধাশুলি থেকে ঝাড়গ্রাম আসার যে রাস্তা, ৫ নং রাজ্য সড়ক, তা পুরোপুরি স্পঞ্জ আয়রন কারখানার ডাস্ট এ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সমস্যায় পড়ছেন রাস্তার দু পাশে থাকা গ্রামের বাসিন্দারা। বারে বারে অভিযোগ করেও কোনো সুরাহা মিলছে না। দিন কয়েক আগে ঝাড়গ্রামের মহকুমা শাসককে এ ব্যাপারে লিখিত জানিয়েছেন এলাকার মানুষজনেরা। এই স্পঞ্জ আয়রন এর ডাস্ট এর কারণে শ্বাসকষ্ট জনিত অসুখ সহ নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে বলেই অভিযোগ এলাকার মানুষজনের। 


এদিন লোধাশুলি থেকে ঝাড়গ্রাম এর ৫ নং রাজ্য সড়কে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষজনেরা। মানুষজনের অভিযোগ, ডাস্টবোঝাই লরি গুলিকে ত্রিপল মুড়ে যাতায়াত করতে হবে। প্রতি নিয়ত রাস্তায় জল ছিঁটিয়ে দিতে হবে কারখানা কর্তৃপক্ষকে। বিক্ষোভ অবরোধের জেরে যানজট শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।