নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ের বিজাপুর জেলার মিরতুর থানার সীমানায় পোমরা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে অন্তত চারজন মাওবাদী নিহত হয়েছে বলে খবর পুলিস সূত্রে। নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরি প্রচুর অস্ত্রশস্ত্র।নকশাল বিরোধী অভিযানে কমপক্ষে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি এম ১ কার্বাইন।
মার্কিন মুলুকে তৈরি অস্ত্রের ব্যারেল অন্যান্য অ্যাসল্ট রাইফেলের তুলনায় ছোট এবং এটি পরিচালনা করা সুবিধাজনক।ইতিমধ্যে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সিরিয়াল নম্বরের ভিত্তিতে নকশালরা কীভাবে এবং কোথা থেকে এত অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছিল তা নিশ্চিত করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।