নিজস্ব সংবাদদাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের রাজ্যে উদ্ধার হল টাকা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে বারুইপুর-আমতলা রোডের টংতলা এলাকায় নাকা তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় একটি গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের। সেই গাড়ি থামিয়ে তল্লাশি করে সেই গাড়ি থেকে ৪ লক্ষ ৮৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।