দিগ্বিজয় মাহালী: বেলদা-কাঁথি রাজ্য সড়কে পলাশীর কাছে একটি পেট্রল পাম্পের সামনে একটি ছোট ম্যাটাডোরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি যাত্রী বোঝাই বাসের। রবিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যাটাডোরের চালক সহ ৬ জন। তাদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় জোড়া গেড়িয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলবনী-দীঘা রুটের একটি যাত্রীবাহী বাস দীঘা যাওয়ার সময় পলাশীর কাছে একটি পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে জাহালদার দিক থেকে আসা একটি ছোট মেটাডোরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় ম্যাটাডোরের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার ওপরে উল্টে যায়। ঘটনায় ম্যাটাডোরের চালক গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন বাসের যাত্রীরা। যাত্রী ও ম্যাটাডোরের চালক সহ মোট ৬ জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে জোড়া গেড়িয়া ফাঁড়ির পুলিশ। এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।