৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য

author-image
New Update
৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শালবনি: শনিবার ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার ভাদুতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মৃত ব্যক্তির নাম বুড়া সিং, বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর, বাড়ি শালবনি ব্লকের ৯ নম্বর কাশীজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বেউচা গ্রামে।

পেশায় ওই ব্যক্তি প্যান্ডেল মিস্ত্রি ছিল বলে জানা গিয়েছে। শনিবার সকালে কাজে যোগ দিতে আসার সময় একটি ১০ চাকা মাল বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনি থানার পুলিশ পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি ঘাতক গাড়িটি সহ গাড়ির চালক ও খালাসিকে আটক করে। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।