নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে বিশেষ বিমানে ইসলামাবাদ থেকে কোয়েটায় নিয়ে যাওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সেনেটর আজম স্বাতীকে। ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলুচিস্তান পুলিশের কাছে তার হেফাজত হস্তান্তর করার পর স্বাতীকে কোয়েটায় স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।
কিছু দিন আগে, এক নাগরিকের আবেদনের ভিত্তিতে কুচলক থানায় একটি এফআইআর দায়ের করা হয়। তার অভিযোগ, স্বাতী অশালীন ভাষা ব্যবহার করেছেন। পাকিস্তানি সেনা অফিসারদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন স্বাতী। উল্লেখ্য, বিতর্কিত টুইট শেয়ার করার জন্য আজম স্বাতীকে গত ২৭ নভেম্বর গ্রেফতার করা হয়।