দিল্লিতে জাতীয় পুরস্কারে ভূষিত হলেন সবংয়ের তিন মাদুরশিল্পী

author-image
Harmeet
New Update
দিল্লিতে জাতীয় পুরস্কারে ভূষিত হলেন সবংয়ের তিন মাদুরশিল্পী

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার সবং মানেই এক কথায় মাদুর শিল্পের কথা উঠে আসে। আর এইবার সবংয়ের তিন মহিলা মাদুরশিল্পী পেলেন জাতীয় পুরস্কার। সবং ব্লকের সারতা অঞ্চলের গৌরিবালা দাস, গৌরী বালা জানা, মিঠু রানী জানা জাতীয় পুরস্কার পেলেন মাদুরবোনা, মাদুরের নকশা ও গুণগতমানের জন্য। দিল্লিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ২০১৮ সালে এই তিন জন মহিলা মাদুরশিল্পী পুরস্কারের জন্য নির্বাচিত হন। করোনা ভাইরাসের প্রকোপে তিন বছর থমকে ছিল কাজ। অবশেষে ২০২২ সালের ২৮ নভেম্বর দিল্লির বিজ্ঞান মঞ্চ ভবনে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন।স্বভাবতই খুশির হাওয়া সবং জুড়ে।খুশি সবংয়ের মাদুর শিল্পীরা।খুশি রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ও এলাকাবাসীও। খুশি তিন মহিলা মাদুর শিল্পীও।