রাহুল পাসোয়ান, চিত্তরঞ্জন: রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চিত্তরঞ্জন শহরে করোনার ভ্যাকসিন পাঠানোর পর থেকে কোনও সামাজিক নিয়ম বা সরকারি বিধি না মেনেই এই টিকাকরণ প্রক্রিয়া চালোনা হচ্ছিলো বলে অভিযোগ। যার ফলে বুধবার চিত্তরঞ্জন শহরের সি.আর.এম.সি ইউনিয়নের পক্ষ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেওয়া হল।
ইউনিয়নের পক্ষ থেকে সঞ্জীব সাহি, ইন্দ্রজিৎ সিং, পিন্টু পান্ডে অভিযোগ করেন যে, 'এই ভ্যাকসিন কখন এসেছে ও কতগুলি এসেছে তাছাড়া কাদের কাদের এই ভ্যাকসিন প্রদান করা হবে কোনও সরকারি বিভাগীয় পদে থাকা কাউকে কোনো প্রকার তথ্য দেওয়া হয়নি। তাছাড়া রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রথম ব্যাবসায়ী সহ যান বাহন চালকদের ভ্যাকসিন প্রদান করার কথা তবে তাদের ভ্যাকসিন দেওয়া কেনো হচ্ছে না। আর কোনো রেজিস্ট্রেশন ছাড়াই ১৮-৪৫ বছর বয়সী লোকজনেরা এমনভাবে জমায়েত হয়ে আছেন যে যেকোনও সময় এই সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাসপাতাল প্রশাসন নির্দিষ্ট কাউকে তথ্য না দিয়ে নিজেরাই নিজেদের মত টিকাকরণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তাই আমরা আজ হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে সরকারি নিয়ম মেনেই টিকা দেওয়ার দাবি জানাই।' তারা আরো বলেন যে করোনার জেরে চিত্তরঞ্জন শহরে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ মারা গেছেন। এই ভ্যাকসিন সবার জন্য জরুরি হয়ে পড়েছে।বুধবার দিন এই বিষয়ে চিফ মেডিকেল অফিসারের সাথে আলোচনা করা হয়।