নিজস্ব সংবাদদাতাঃ পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম উন্নত প্রযুক্তির স্টিলথ বোমারু বিমান বি-২১ রাইডার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। কোনও ক্রু ছাড়াই দাপিয়ে বেড়াতে পাড়বে আকাশে। অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে এর নকশা ব্যতিক্রম হওয়ায় কৌতূহলের শেষ নেই জনমনে। এমন সময় সামনে আনা হলোযখন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্বে অস্থিরতা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল স্টিল বি-২১ বোমারু বিমান উন্মোচন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু আদৌ কি এটি প্রকাশ্যে দেখা যাবে এ নিয়ে কানাঘোষা চলে বিভিন্ন মহলে। সব আলোচনা থামিয়ে শুক্রবার ক্যালিফোর্নিয়ার পামডেলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্টিলথ বোমারু বিমান আনা হয়। জানা গেছে, এটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার।