AIIMS-এ জায়গা করে নিল দুর্গাপুরের সরস্বতী

author-image
Harmeet
New Update
AIIMS-এ জায়গা করে নিল দুর্গাপুরের  সরস্বতী

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের দরিদ্র পরিবারের মেয়ে সরস্বতী ডাক্তার হওয়ার লক্ষ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে জায়গা করে নিল। দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা সরস্বতী রজক। জানা গেছে, সরস্বতীর বাবা পেশায় গ্যাস মেকানিক, মা গৃহবধূ, অ্যাডভেস্টারের ছাউনি আর কাঠের উনুনে রান্না করে চরম অনটনের মধ্যে চলে সংসার। 


সরস্বতীর প্রথম পর্যায়ের পড়াটা শুরু হয়েছিল স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র থেকে। দ্বিতীয় পর্যায়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে তারপর বিজ্ঞান নিয়ে রানীগঞ্জের ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজে পড়াশোনা করে সে। তারই মধ্যে চিকিৎসার অভাবে দিদিমার মৃত্যু স্বচক্ষে দেখেছিল সরস্বতী। তারপরেই শুরু হয় তার লড়াই। জেদ ছিল চিকিৎসক হওয়ার। সেই লক্ষ্যে ২০২২ সালে নিট পরীক্ষা দেয় সে। তারপরেই সে জায়গা করে নেয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIMS)। এখন তার লক্ষ্য চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করা। সরস্বতীর মা মিনা রজক মেয়ের সাফল্যে গর্বিত। সরস্বতীর মা চান প্রশাসন তাঁদের পাশে দাঁড়াক। দরিদ্র পরিবারের মেয়ের এই সাফল্যে পাড়া-প্রতিবেশীরা বলছে এ যেন বাস্তবের সরস্বতী। সরস্বতীকে মিষ্টি খাইয়ে সংবর্ধনা দিতে শুরু করেছে এলাকার মানুষজন। সকলে চাইছে চিকিৎসক হয়ে এলাকার দরিদ্রদের সেবা করুক সরস্বতী।