নিজস্ব সংবাদদাতা : রাত পেরলোই এমসিডি নির্বাচন। তার আগে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির ঘটনায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ আনলো বিজেপি। শনিবার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন যে আবগারী নীতি কেলেঙ্কারি মামলায় সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করার পর থেকে ১৪ টি মোবাইল পরিবর্তন করেছেন আপ নেতা। সিসোদিয়া উক্ত মামলায় সম্পূর্ণভাবে জড়িত বলেও সুর চড়িয়েছে বিজেপি।
সম্বিত পাত্র সুর চড়িয়ে বলেন, সিসোদিয়া সহ আবগারী নীতি কেলেঙ্কারি মামলায় ৩৬ অভিযুক্তের ১৭০টি মোবাইল নষ্ট করা হয়েছে।মনীশ সিসোদিয়া তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর পরে একদিনে চারটি মোবাইল হ্যান্ডসেট এবং ২-৩ মাসের ব্যবধানে ১৪টি হ্যান্ডসেট পরিবর্তন করেছেন। বিজেপি নেতা আরো বলেন,"তিনি (সিসোদিয়া) ডিজিটাল প্রমাণ নষ্ট করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, আপ নেতা বিজয় নায়ার, আবগারী কেলেঙ্কারিতে অভিযুক্ত অমিত অরোরা এবং সানি মারওয়াহের সাথে পরামর্শ করতে পারেন।"