নিজস্ব সংবাদদাতাঃ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে। একদিকে তৃণমূল দাবি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এই ঘটনা আসলে বিজেপির ষড়যন্ত্র। অন্যদিকে, কেন বারবার তৃণমূল নেতার বাড়িতেই বিস্ফোরণ ঘটছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। এবার এই বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সংস্থা এনআইএ তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ দুই'জনের। শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, ‘বিস্ফোরণে তৃণমূল নেতার বাড়ি উড়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের, গুরুতর জখম হয়েছেন ২ জন। তৃণমূল নেতা রাজকুমার মান্না তাঁর বাড়িতে বসে বোমা বাঁধছিলেন, সেই সময়ই এই তীব্র বিস্ফোরণ ঘটে। আমি এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।’