নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপ সবথেকে বেশি গোল দেওয়ার দৌড়ে চলছে কাঁটায় কাঁটায় টক্কর। একাধিক ফুটবলার রয়েছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে। আপাতত সবথেকে বেশি গোল দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্পেনের আলভারো মোরাতা। তিনটি গোল করেছেন তিনি। মোরাতা ছাড়াও চলতি কাতার বিশ্বকাপে তিনটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে (কিলিয়ান এমবাপে), কোডি গাকপো (নেদারল্যান্ডস), এনের ভ্যালেন্সিয়া (ভ্যালেন্সিয়া) এবং মার্কস রাশফোর্ড (ইংল্যান্ড)।