ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে পার্সেল

author-image
Harmeet
New Update
ইউক্রেনের বিভিন্ন দূতাবাসে পার্সেল

নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের দূতাবাস ও কনস্যুলেটে পার্সেল পাঠানো হয়েছে। ওই পার্সেলগুলো খুলে পাওয়া গেছে পশুর চোখ। শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো এ তথ্য জানিয়েছেন। ওলেহ নিকোলেঙ্কোর দেওয়া তথ্য অনুযায়ী, ছয়টি দেশে ইউক্রেনের দূতাবাস ও কনস্যুলেটে পার্সেল পাঠানো হয়। এর মধ্যে রয়েছে হাঙ্গেরি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও ইতালিতে ইউক্রেন দূতাবাস এবং ইতালির নেপলস, পোল্যান্ডের ক্রাকো ও চেক প্রজাতন্ত্রের বরনো শহরের ইউক্রেন কনস্যুলেট। এদিকে ওই পার্সেলগুলো কে বা কারা পাঠিয়েছে, তা এখনো জানা যায়নি। ওলেহ নিকোলেঙ্কো বলেন, 'পার্সেলে চোখ পাঠানোর মধ্য দিয়ে কী বার্তা দেওয়া হয়েছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।'