নিজস্ব সংবাদদাতাঃ দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন সহ নানা বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্য। শুক্রবার ফোনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ফোনালাপে দুই ন্যাটো মিত্রের মধ্যে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এরদোয়ান। ইউক্রেন ইস্যুতেও কথা হয় দুই নেতার। এরদোয়ান বলেন, 'রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনার পরিবেশ তৈরি হলে সেটি সব পক্ষের জন্য ইতিবাচক হবে।'