নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র তার নিজস্ব ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে। এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। জানা গিয়েছে, পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পাওয়া বিলটিতে চেক সশস্ত্র বাহিনীর লিবাভা ট্রেনিং গ্রাউন্ডে চার হাজার পর্যন্ত ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। আগামী বছর থেকে পাঁচটি ব্যাচে চার সপ্তাহের এই কোর্স শুরু হবে। প্রতি ব্যাচে ৮০০ জন ইউক্রেনীয় সেনাসদস্য অংশগ্রহণের সুযোগ পাবেন।